খোলা বাজার ২৪,মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার সকালে নরসিংদী ডিবি পুলিশের একটি বিশেষ টিম তাকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আজ সোমবারে রাতে নূরুল ইসলাম ঢাকা থেকে চট্রগ্রামে বেড়াতে যায়। সকাল ৮টায় শ্যামলী পরিবহনের বাস থেকে নামার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। পুলিশ অভিযানের খবর পেয়ে ঢাকা থেকে স্বপরিবারে চট্রগ্রামে পালিয়ে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম পূর্ব থেকে চট্রগ্রাম গিয়ে বাসস্ট্যান্ড এলাকায় উৎপেতে থাকে।
বাস থেকে নামার সাথে সাথে পুলিশ তাকে ধরে ফেলে।
জেলা বিএমপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার জানান তার বিরুদ্ধে কমবেশী ৫টি মামলা রয়েছে।