খোলা বাজার ২৪,বুধবার .১৭ অক্টোবর ২০১৮ঃ বাংলাদেশ ব্যাংকের সহযোগীতায় আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় লীড ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে বাগেরহাট জেলার সকল তফসিলী ব্যাংকের অংশগ্রহণে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৮’ ১৩ অক্টোবর শনিবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার ও ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমান, বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন ও জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক রবিউল ইসলাম। স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আর্থিক শিক্ষা ও স্কুল ব্যাংকিং বিষয়ক আলোচনা রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এ এইচ এম রফিকুল ইসলাম ও উপ-পরিচালক মোহাম্মদ আতিকুল আলম। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, সোনালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মো. মাহমুদ উদ্দিন ও অগ্রনী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মানস কুমার পাল।
এ সময় ইসলামী ব্যাংক বাগেরহাট শাখাপ্রধান মোহাম্মদ সাদেক আলীসহ জেলার সকল তফসিলী ব্যাংকের ব্যবস্থাপক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাগেরহাটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।