Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,বুধবার .১৭ অক্টোবর ২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে জেলা প্রশাসনের আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ উদ্বোধন করা হয়েছে। এউপলক্ষে সকালে নরসিংদী জেলা স্টেডিয়ামে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ১০ হাজার  শিক্ষার্থীর উপস্থিতিতে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে কর্মসূচীর শুভ সূচনা করা হয়।

এসময় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্যোশে আলোচনা করেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. সেলিম রেজা, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, আব্দুল আউয়াল, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা ।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেন অতিথিগণ। অনুষ্ঠানে আসা পৌলানপুর  ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ মজিবুর রহমানের সাথে কথা হয় তিনি বলেন আমি সব সময়  ছাত্র ছাত্রীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করে আসছি কেন না আমার মাদ্রাসাটি হাওয়ে রাস্তার পাশে  অবস্থিত সকল শিক্ষকে বলেছি প্রতিটি ক্লাসে নিরাপদ সড়কের বিষয়ে আলোচনা করতে  ছাত্র ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির করতে । তিনি আরো বলেন আজ আমাদের কে জেলা প্রশাসক স্যার ডেকেছে আমি আমার মাদ্রাসার সকল শিক্ষক ও  ছাত্র ছত্রীদের নিয়ে এসেছি