খোলাবাজার২৪বৃহস্পতিবার.১৮ অক্টোবর ২০১৮ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনবিচ্ছিন্ন নেতাদের ঐক্য বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। এই এলায়েন্সে কাফেলা প্রতিদিনই গড়ছে ভাঙছে তাদের ঐক্যে কোন আশঙ্কা নেই।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ১৫ আগস্টে নিহত সকল শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকেদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ রাসেলের আবেদন ফুরিয়ে যায়নি, বাংলাদেশের রাজনীতি থেকে হত্যাকান্ড, সন্ত্রাস, খুনের রাজনীতি চিরতরে বন্ধ হবে এটাই প্রত্যাশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদত আব্দুস সোবহান গোলাপ।