Thu. Aug 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪বৃহস্পতিবার.১৮ অক্টোবর ২০১৮ঃমোঃ রাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃনরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়কে বড়ইতলা বাস স্ট্যান্ড এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী ১ নিহত ও ২জন আহত।
রাত সোয়ানয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে মোটর সাইকেলের মোখমোখি সংঘর্ষ হয় এতে ঘটনা স্থলে মারা জান মোটরসাইকেল আরোহী।
নিহত আলভী নরসিংদী সদর উপজেলার টাওয়াদী এলাকার বাসিন্দা।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আজ রাত সোয়ানয়টা দিকে নরসিংদীর শিবপুরে বড়ইতলা বাস স্ট্যান্ড এলাকায় বাস চাপায় মোটরসাইকে আরোহী নিহত হয়েছে তারা শিবপুর থেকে নরসিংদীতে ফিরতে ছিল।