খোলাবাজার২৪বৃহস্পতিবার.১৮ অক্টোবর ২০১৮ঃ ১০ নম্বর জার্সিটি বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। ইতিহাস বলছে বিশ্বজুড়ে ’১০ নম্বর’ জার্সিটিকে প্রথম বিখ্যাত করে তোলেন পেলে। এর যুগে যুগে ব্রাজিলের অনেক কিংবদন্তিই ১০ নম্বর গায়ে চাপিয়েছেন। রিভেলিনো, জিকো, রিভালদো, রোনালদিনহো, কাকা-তালিকাটা অনেক লম্বা। যে তালিকার সর্বশেষ সংযোজন নেইমার। কিন্তু মজার ব্যাপার হলো, নেইমারের মনে জাতীয় দলের ‘বিখ্যাত ১০ নম্বর’ জার্সি পরার কোনো বাসনাই ছিল না! তার বরং পছন্দ ছির ৭ ও ১১ নম্বর। বিশেষ একজনের পরামর্শে গায়ে চাপান বিশেষ তাৎপর্যের ১০ নম্বর!
বাইরের কেউ নন। ১০ নম্বর জার্সি পরার বিষয়ে পেছনের গল্পটা শোনালেন নেইমার নিজেই। পিএসজি তারকার ফুটবলার হিসেবে বেড়ে উঠা ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। সেখানে ক্যারিয়ারের শুরুর দিকে তিনি খেলতেন নিজের পছন্দের ৭ নম্বর জার্সি পরে। তবে ১১ নম্বর জার্সিটির প্রতিও বিশেষ দুর্বলতা ছিল তার। কিন্তু ‘বিখ্যাত ১০’ পরার কথা কখনো ভাবেনইনি।
কেন? ১০ নম্বর জার্সিটির ভার বহন করতে না পারার ভয়ে! ক্যারিয়ারের শুরুতে তাই ব্রাজিল জাতীয় দলে ১১ নম্বর জার্সি পরে খেলেন নেইমার। তাকে প্রথম বারের মতো ১০ নম্বর জার্সি দেন কোচ লুই ফিলিপে স্কলারি। সেটা ২০১৩ সালের ফিফা কনফেডারেশনস কাপের আগে। বিশ্বকাপের ওই প্রস্তুতি টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের মধ্যে নতুন করে জার্সি বণ্টন করেন কোচ স্কলারি।
নেইমার তখনো কোচের কাছে ৭ বা ১১ নম্বর চেয়েছিলেন। কিন্তু বিশেষ একজন তাকে ১০ নম্বর পরার পরামর্শ দেন। সেই বিশেষ একজন হলেন তারই ক্লাব সতীর্থ দানি আলভেস। গণমাধ্যমকে নেইমার নিজেই শুনিয়েছেন সেই গল্প, ‘কনফেডারেশনস কাপের আগে লুই ফেলিপে স্কলারি সবাইকে জার্সি বুঝিয়ে দিচ্ছিলেন। আমি তখনো বলেছিলাম ৭ বা ১০ নম্বরই পছন্দ আমার। তখন দানি আলভেস এগিয়ে এসে বলল, তুমি ১০ নম্বরের খেলোয়াড়। তুমি ১০ নম্বর পড়বে। এই জার্সিতেই তোমাকে স্বচ্ছন্দ হতে হবে।’
ব্যস, আলভেসের কথায় ভিজে যান নেইমার। কোচ স্কলারিও সানন্দে প্রিয় শিষ্যের পিঠে তুলে দেন ঐতিহ্য-মর্যাদার ভারি ১০। আর ১০ নম্বর জার্সি পরে প্রথম টুর্নামেন্টেই তিন দেশকে উপহার দেন কনফেডারেশনস কাপের শিরোপা। সেই থেকেই ব্রাজিল জাতীয় দলে ১০ নম্বর পরে খেলছেন নেইমার। তবে ক্লাব বার্সেলোনায় তিনি নিজের পছন্দের ১১ নম্বর পরেই খেলতেন। কিন্তু যেহেতু জাতীয় দলে ততদিনে ১০-এর বোঝা বহনে অভ্যস্ত হয়ে গেছেন, পিএসজিতেও তিনি তাই ১০ নম্বরই বেছে নিয়েছেন। এখন ’১০ নম্বরই’ নেইমারের ব্র্যান্ড।
ক্যারিয়ারের শুরুতে যে নেইমার ৭ নম্বর পরে খেলতেন, তার পেছনেও একটা গল্প আছে। সেই গল্পের নাম রবিনহো। ব্রাজিলের সাবেক এই তারকা ক্লাব-জাতীয় দল, দু জায়গাতেই ৭ নম্বর পরে খেলতেন। আর এই রবিনহোই ছিলেন নেইমারের ছোটবেলার আর্দশ। বড় হয়ে তিনিও তাই প্রিয় তারকার পছন্দের জার্সিটাই নিজের জন্য বেছে নেন।
ক্যারিয়ারের শুরুর দিকের সেই গল্পটাও খুলে বলেছেন নেইমার, ‘রবিনহো ছিলেন আমার আর্দশ। তিনি যেহেতু ৭ নম্বরে পরে খেলতেন, সান্তোসে তাই আমিও ৭ নম্বর পরে খেলতে চেয়েছিলাম। এবং তা পরাও শুরু করি। কিন্তু এরপর রবিনহো আবার সান্তোসে ফিরলে তাকে সম্মান জানিয়ে আমি ৭ নম্বর ছেড়ে দিই এবং ১১ নম্বর বেছে নিই। ১১ নম্বর আসলে ছিল আমার দ্বিতীয় পছন্দ।’
সময়ের স্রোতে সেই প্রথম-দ্বিতীয় পছন্দ ভেসে গিয়ে এখন তার পছন্দ একটাই-১০! যেটা পরার কথা তিনি কখনো ভাবেনইনি।