খোলাবাজার২৪বৃহস্পতিবার.১৮ অক্টোবর ২০১৮ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত “রি-থিংকিং ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক সেশনের চেয়ারম্যান হিসেবে পরিচালনা ও বক্তব্য প্রদান করেন। পরে তিনি অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। সম্মেলনে স্থানীয় ও আন্তর্জাতিক গবেষক, শিক্ষক ও উন্নয়ন পেশাজীবিগণ অংশগ্রহণ করেন।
ড. সেলিম তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানসমূহ হচ্ছে শক্তিশালী স্তম্ভ। সীমিত ব্যয়ে আর্থিক সেবা প্রদানের মাধ্যমেই গরীব ও প্রান্তিক মানুষের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। অন্যান্য ব্যাংকিং সেবার পাশাপাশি যাকাত, ওয়াকফ, কর্যে হাসানা ও সাদাকাহ্র প্রয়োগ ও ব্যবহারের মাধ্যমে সম্পদ পুণর্বন্টনে ইসলামী ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তির ভূমিকা তিনি উল্লেখ করেন।