Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলাবাজার২৪ শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮ ঃ মোঃরাসেল মিয়াঃ নরসিংদী প্রতিনিধি : ধর্ম যার যার উৎসব সবার গত ১৮ অক্টোবর বৃহসপ্রতিবার সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শিবপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডব পরির্দশন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন নরসিংদী-৩ শিবপুরের সাবেক এমপি ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকার কান্ডারী মাটি ও মানুষের নেতা, শিবপুরের অহংকার আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।

এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সফল আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাপসী রাবেয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রিফাত আলম ভূইয়াসহ শিবপুর উপজেলার অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

সাবেক এমপি জহিরুল হক ভূইয়া মোহন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন শেখ হাসিনা যতদিন দেশ শাসন করবে ততদিন এ দেশের হিন্দু মুসলীম বৌদ্ধ খ্রিষ্টান সকল ধর্মের লোকেরা এক অভিন্নভাবে জীবন যাপন করতে পারবে বলে আমি মনে করি। আপনারা জানেন ২০০১ সালে যখন অন্য দল ক্ষমতায় এসেছিল, তখন এদেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছিল ক্ষমতাশীন দলরা। তাই সুষ্টু জীবন যাপন ও শান্তিপূর্ণ ভাবে প্রতিটি ঘরে ঘরে সকলকে নিয়ে ধর্মীয় আনন্দ উপভোগ করতে হলে আবাও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এসময় শিবপুরের ৭০টি পুজামন্ডবে ধর্মীয় আনন্দ বেগবান করতে নিজ অর্থায়নে আর্থিক সহযোগীতা করেন সাবেক এমপি জহিরুল হক ভূইয়া মোহন।