Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮ ঃ  রংপুর বিভাগীয় ব্যুরোচীফঃ লাতিফুল সাফি ডায়মন্ড : আগামী ২০ অক্টোবর রোজ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পার্টির মহাসমাবেশ।
দলীয় সূত্রে জানা গেছে উক্ত মহাসমাবেশের স্থান ঐতিহাসিক সোহ্ রাওয়ার্দী উদ্যানেকে নির্ধারন করা হয়েছে।
মহাসমাবেশকে ঘিরে স্থানীয় ভাবে নীলফামারী-৪ সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনে জাতীয় পার্টির সম্ভব্য প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের পক্ষে দুই উপজেলায় চলছে নেতা কর্মী বৃন্দের বিভিন্ন রকম ব্যানার-ফেষ্টুন লাগিয়ে লিপলেট ছড়িয়ে ব্যাপক প্রচার প্রচারণা।

"চলো চলো ঢাকা চলো মহাসমাবেশ সফল করো"

পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ-এর স্বপক্ষে মহাসমাবেশকে সাফল্য মন্ডিত করতে এমন স্লোগানে  মূখরিত, সৈয়দপুর-কিশোগঞ্জ দুই উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় পার্টি তথা লাঙ্গল মার্কা সমর্থিত সচেতন সূধীজন ও সর্বস্থরের সাধারন জনগণ।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের স্নেহের ভাগিনা আহসান আদেলুর রহমান আদেলের প্রার্থীতার পক্ষে, কিশোরগঞ্জ থেকে উক্ত উপজেলা জাতীয় পার্টির সাবেক সহঃসভাপতি রেজওয়ানুল আলম স্বপন ও সৈয়দপুর থেকে নীলফামারী জেলার সাবেক সহঃসভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিক ব্যাপক প্রচার প্রচারনার মাধ্যমে সর্বস্থরের জনগণকে ঐক্যবদ্ধ করতে বদ্ধ পরিকর।
মহাসমাবেশ ও প্রার্থীতার ব্যাপারে জানতে চাইলে, আদেলুর রহমান আদেল বলেন-আটশট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আর তাই দেশ বাঁচাতে পল্লী বন্ধুর লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জাতীয় পার্টিকে জয় যুক্ত করুন। লোভীং গ্রুপিং কখনোই জনগণকে নিয়ে রাজনৈতিক দখলদারিত্ব নয়। রাজনীতি করতে জন সমর্থনের বিকল্প নেই।সৈয়দপুর-কিশোরগঞ্জের অলিতে গলিতে লাগানো হয়েছে পোষ্টার ও ব্যানার-ফেষ্টুন ও লিপলেট ছড়িয়ে পড়েছে মোড়ে মোড়ে জনতার হাতে। 
তিনি জাতীয় পার্টিকে শক্তিশালি করতে নেতা কর্মী ও সমর্থিত ব্যক্তিদের এই মহাসমাবেশে অংশগ্রহন করার বিনীত আহ্বান করেন।
আদেলুর রহমান পল্লী বন্ধু এরশাদের সু-স্বাস্থ্য কামনা ও তার নিজের সম্ভব্য প্রার্থীতা নিশ্চিত করনে সবার কাছে দোয়া  ও ভোট প্রার্থনা করে নেতাকর্মীদের ঐক্য থাকার পরামর্শ দেন।