Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮ ঃ উচ্চ দারিদ্র্যের হার কমানোর ক্ষেত্রে অগ্রগতি অর্জনে বাংলাদেশের প্রশংসা করে বলেছে, দেশে চরম দারিদ্র্যের হার ১৫ দশমিক ২০ শতাংশে নেমে এসেছে। এরপর এখনও ২ কোটি ৪৪ লাখ মানুষ চরম দরিদ্র।বিশ্ব দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে বুধবার রাতে প্রকাশিত পোভার্টি অ্যান্ড শেয়ারড প্রসপারিটি ২০১৮ : পিসিং টুগেদার দ্য প্রভার্টি পাজল শীর্ষক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ বছরে বিশ্বে শত কোটি মানুষ দারিদ্র্য জয় করেছে। দারিদ্র্যের হার নেমে এসেছে ১০ শতাংশে। এ অবস্থায় কিছু অঞ্চলে দারিদ্র্য বৃদ্ধির প্রবণতা ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের ৭৩ কোটি ৫৯ লাখ মানুষ এখনও দরিদ্র্য সীমার নিচে। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনের গতিও কমে এসেছে। ২০২০ সালের মধ্যে দারিদ্র্যের হার ৯ শতাংশে নেমে আসবে বলে ধারণা দেয়া হয়েছে। দারিদ্র্য হ্রাসের গতি কমে আসায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) আওতায় ২০৩০ সালের মধ্যে অতি দারিদ্র্য দূর করার লক্ষ্য পূরণে সংশয় প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের অর্ধেকের বেশি দেশে দারিদ্র্যের হার এখন ৩ শতাংশের কম। ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতি বছর দারিদ্র্যের হার ১ শতাংশ হারে কমেছে। ফলে ৩৬ শতাংশ থেকে অতি দরিদ্রের হার নেমেছে ১০ শতাংশে। তবে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ২ বছরে দারিদ্র্য কমেছে মাত্র ১ শতাংশ। মূলত দক্ষিণ এশিয়ায় বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্য সীমা অতিক্রম করায় বৈশ্বিক দারিদ্র্য হার কমছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সাল থেকে পরবর্তী ২ বছরে বিশ্বে অতি দরিদ্র মানুষের সংখ্যা কমেছে ৬ কোটি ৮৩ লাখ। এ সময়ে বিশ্বে ৮০ কোটি ৪২ লাখ থেকে কমে চরম দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ কোটি ৫৯ লাখে।

এ সময়ে দক্ষিণ এশিয়ায় দরিদ্র মানুষের সংখ্যা ২৭ কোটি ৪৫ লাখ থেকে কমে দাঁড়িয়েছে ২১ কোটি ৬৪ লাখে। ১৬ দশমিক ২০ শতাংশ থেকে কমে অতি দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৪০ শতাংশে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় দুই বছরে চরম দারিদ্র্য জয় করেছে ৫ কোটি ৮১ লাখ মানুষ। এর ৮৫ শতাংশের বেশি দক্ষিণ এশিয়ায়।

এ অঞ্চলের বাইরে দারিদ্র্য জয় করা মানুষের সংখ্যা ১ কোটি ২ লাখ। প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, বিশ্বের অর্ধেকের বেশি দরিদ্র মানুষের বাস সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে। অঞ্চলটির ৪১ দশমিক ১০ শতাংশ মানুষ এখন অতি দরিদ্র। এর পরিমাণ ৪১ কোটি ৩৩ লাখ।

২০১৩ সালে সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে দরিদ্রের সংখ্যা ছিল ৪০ কোটি ৫১ লাখ। শতকরা হিসাবে দারিদ্র্যের হার সাড়ে ৪২ শতাংশ থেকে সামান্য কমলেও মোট সংখ্যা বেড়েছে। ২০৩০ সালে বিশ্বের প্রতি ১০ জন দরিদ্র মানুষের ৯ জনেরই আবাস হবে এ অঞ্চলে। ওই পর্যন্ত সেখানে দারিদ্র্যের হার থাকবে দুই অঙ্কে।