Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,  রবিবার  ২১ অক্টোবর ২০১৮ঃ  মোঃরাসেল মিয়া,নরসিংদী প্রতিনিধি ঃ চাকরি স্থায়ীকরণ ও ছাটাইকৃতদের অভিজ্ঞতার আলোকে নিয়োগ দেওয়ার দাবিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির-২ মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।  আজ শনিবার সকাল  থেকে কয়েকশ মিটার রিডার ও ম্যাসেঞ্জার নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২   অফিসের সামনে কর্মবিরতি শুরু করে, প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন। এ সময় ভুক্তভোগিরা অভিযোগ করেন, পূর্বে একজন মিটার রিডার ২ হাজার মিটার রিডিং করত এবং একজন ম্যাসেঞ্জার ২ হাজার বিল বিতরণ করত। এখন দুইটি পদ একত্রিত করে অন্যায়ভাবে দুইজনের কাজ একজনের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অমানবিক ও কস্টকর। এ সময় তারা আরও অভিযোগ করেন, পল্লীবিদ্যুৎ সমিতির কিছু অর্থলোভী জেনালের ম্যানেজার আরইবি’র চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের ওপর কাজের চাপ বাড়িয়ে কর্মী ছাটাই করে পুনরায় নিয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পায়তারা করছে। মিটার রিডার,ম্যাসেঞ্জার আয়োজিত কর্ম বিরতিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ মিটার রিডার,ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের সভাপতি মো. মনোয়ার হোসন দাবী করেন,পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরি স্থায়ী করতে হবে,অস্বাভাবিক কাজের চাপ কমিয়ে সমতায় আনতে হবে, মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পদ পৃথক করতে হবে, ৯ বছর কাজ করার পর বাদ দেওয়া এবং যাদের ছাটাই করা হয়েছে তাদের অভিজ্ঞতার আলোকে অনতিবিলম্বে পূনঃনিয়োগ দিতে হবে। ভৌগলিক এলাকা ব্যাতীত আবেদনের সুবিধা থাকতে হবে ও  পুনঃনিয়োগে বেসিক কম দেওয়া যাবে না।