খোলা বাজার ২৪, রবিবার ২১ অক্টোবর ২০১৮ঃ বেগম খালেদার মুক্ত করে নির্দলিয় নিরপেক্ষ সরকাবের অধীনে নির্বাচন ও তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি বাতিলের দাবির আন্দোলনে ফলে সরকারকে দিশেহারা হয়ে রাষ্টিও সন্রাসের পথ বেছে নিয়েছে, বিএনপিকে নির্বাচন থেকে দুরে রাখার ষড়যন্ত্র করছে আর সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে শাক্ষী প্রমান ছাড়ায় প্রযাহষনের রায়ে যাবতজীবন ও ফাসি দিয়েছে যা বিএনপি ও দেশবাসী প্রত্যাক্ষান করেছে বলে বক্তব্য রাখেন জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনেরর উপদেষ্টা এড. কামরুল মনির।
তিনি আরও বলেন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের প্রহষনের ষড়যন্ত্র মুলক রায় প্রত্যাহার করতে সরকারকে বাধ্য করার জন্য সকলকে ঐক্য বদ্ধ হয়ে কঠর আন্দোলন করতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে প্রহষনের রায় বাতিলের দাবিতে বিকাল ৪ টাই অলোকার মোড়ে চেম্বার ভবনের সামনে রাজশাহী জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও কাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এড.তোফাজ্জল হোসেন তপু, বক্তব্য রাখেন জেলা বিএনপির সাঃ সম্পাদক এড. মতিউর রহমান মন্টু,সহ-সভাপতি নজরুল ইসলাম মন্ডল, অধ্যাপক জাহাংগীর হোসেন, সামিউল ইসলাম মুন, মহানগর যুগ্মসম্পাদক মামুনার রশিদ, জেলা যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম বার্ড,রায়হানুল আলম, তাজমুল তান টুটুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান তপন, আড়ানি সভাপতি সাবেক মেয়র নজরুল ইসলাম, পুঠিয়া বিএনপির সভাপতি আমিনুল হক মিন্টু, দূর্গাপুর সাঃ সম্পাদক ইমাম হসান ফারুক সুমন, বাগমারা সাঃ সম্পাদক আবদুস সোবহান, পবা বিএনপির যুগ্ম আহব্বায়ক আলী হোসেন, শাহাদত হোসেন ,আব্দুর রাজ্জাক, জেলা প্রচার সম্পাদক তোফায়েল হোসেন রাজু,,তাহের পুর সভাপতি সামসুল ইসলাম মিন্টু, কাটাখালির সভাপতি জিয়াউর রহমান জিয়া,সাঃ সম্পাদক মোস্তাক হোসেন, চারঘাট সহ-সভাপতি আকবর হোসেন, জেলা বিএনপির সদস্য মুরাদ পাশা,দূর্গাপুর পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, সাঃ সম্পাদক রন্জু , পুঠিয়া পৌর সাঃ সম্পাদক বাবুল আহাম্মেদ,কেশরহাঠ সাঃ সম্পাদক খোশবুর রহমান, মোহনপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান কাজিম উদ্দিন, মাহিলাদলের সভানেত্রী রুখশানা বেগম টুকটুকি, মহিলা নেত্রী এড.সামসাদ বেগম মিতালী, জেলা সেচ্চাসেবক দলের সভাপতি নুসরাত এলাহী রিজভী, ছত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাহারিয়ার আমিন বিপল, সহ-সভাপতি মিতুল, অরন্য কুসুম, যুগ্মসম্পাদক পিয়স আলী, আল আমিন প্রমুখ।