খোলা বাজার ২৪, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ঃ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে না দেয়ার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (২৩ অক্টোবর) সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করছে বাংলাদেশ লেবার পার্টি।
সোমবার (২২ অক্টোবর) সকালে এ কর্মসূচি ঘোষণা করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য প্রথমে জাতীয় প্রেসক্লাব অনুমতি চাওয়া হয়। সেখানে করতে না দেয়ায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুমতি চাওয়া হয়। সেখানেও করতে দেয়া হয়নি বলে জানান ইরান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বলেও তিনি জানান।