খোলা বাজার ২৪, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি দেশের অন্যতম প্রধান আর্থিক মোবাইল পরিষেবা ‘নগদ’ এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, দেশব্যাপী নগদের কালেকশন সার্ভিস ও পেমেন্ট ব্যাংকের ভূমিকা পালন করবে ইউসিবি।
ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সোহরাব মুস্তাফা এবং নগদের হেড অব ফিন্যন্স ও কোম্পানি সেক্রেটারি জনাব মোস্তাফা কামাল আহমেদ এফসিএ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইউসিবি’র হেড অব ট্র্যানজেকসন ব্যাংকিং জনাব সেকেন্দার-ই-আযম, ইউসিবি’র এসভিপি জনাব ইকরাম ফরিদ চৌধুরী এবং নগদের চিফ সেলস অফিসার জনাব ইরফানুল হক সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
নগদ বাংলাদেশ পোস্ট অফিসের একটি ডিজিটাল আর্থিক পরিষেবা। নগদ একটি ডায়নামিক ও নিরাপদ ডিজিটাল আর্থিক পরিষেবা যার মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন যেমন ক্যাশ ইন, ক্যাশ আউট, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ ইত্যাদি খুব সহজেই সম্পন্ন করা যায়। নগদ থার্ড ওয়েভ টেকনোলজি দ্বারা পরিচালিত।