খোলা বাজার ২৪, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ঃ জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি, সাবেক ছাত্রনেতা অধ্যাপিকা রেহানা প্রধানের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টি- চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক ও মহাসচিব এম.এম আমিনুর রহমান।
সোমবার গণমাধ্যমে প্ররেতি এক শোক র্বাতায় নতেৃদ্বয় প্রয়াত জাতীয় নতো শফউিল আলম প্রধানরে সহর্ধমীনি রহোনা প্রধান সারাজীবন স্বামীর পাশে থকেে দশেরে স্বাধীনতা-র্সাবভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রকি আন্দোলনরে নতেৃত্ব দয়িছেনে।
নতেৃদ্বয় মরহুমার রুহরে মাগফরোত কামনা ও শোকসন্তপ্ত পরবিাররে প্রতি সমবদেনা জ্ঞাপন করনে।