খোলা বাজার ২৪, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ঃ দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ব্যানার, প্লেকার্ড সহ একটি বর্নাঢ্য র্যালি উপজেলা বাজার প্রদক্ষিন শেষে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানব বন্ধন করেন। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসিল্যন্ড জাহাঙ্গীর আলম,ওসি শহিদারা খাঁন , দৌলতপুর স্কাউট্স এর সেক্রেটারী মোঃ মজিবর মাষ্টার ছাড়াও নিরাপদ সড়ক দিবসের মানব বন্ধনে অংশ নেয় বাংলাদেশ স্কাউট্স দৌলতপুরের বিভিন্ন স্কুল কলেজের সদস্য, শিক্ষক সাংবাদিক ও সাধারন শিক্ষার্থীরা।