খোলা বাজার ২৪, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ঃ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে দেশের জনগণ এক্যবদ্ধ আছে দাবি করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশে কিভাবে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে জনগণকে সঙ্গে নিয়ে এগোতে হবে। জনগণ আজ উদ্বিগ্ন। জনগণ ভয়ভীতি ও প্রভাব ছাড়া ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে চায়।’
সোমবার (২২ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, ‘আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ঐক্য বজায় রাখার লক্ষ্যে ‘জাতীয় ঐক্য ফ্রন্ট’ কাজ করে যাবে। যাতে করে রাষ্ট্র ও সমাজের সর্বত্র গণতান্ত্রিক চর্চার জন্য একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।’