খোলা বাজার ২৪,মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধি: ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসারের পুরষ্কার পেলেন নরসিংদীর শিবপুরের চার অফিসার।
পুরষ্কারপ্রাপ্তরা হলেন- নরসিংদীর সিনিয়র সহকারী পুলিশ সুপার ( মনোহরদী-শিবপুর সার্কেল) এএসপি থান্দার খায়রুল হাসান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ও একই থানার এস আই আফজাল হোসেন ও এ এস আই হুমায়ন কবির। গত ২১ অক্টোবর রোববার দুপুর ১২টায় বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম) এর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সেপ্টেম্বর/২০১৮ এ পুরস্কার দেওয়া হয়।
দক্ষতা,সততা ও সাহসীকতা, মাদক, ওয়ারেন্ট তামিল, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংঙ্খলার উন্নতি অব্যাহত রাখায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন (মনোহরদী-শিবপুর সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি থান্দার খায়রুল হাসান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ, ২০০৭ সালে আইজি পুরস্কার প্রাপ্ত(ওসি) মোঃ আবুল কালাম আজাদ।
শিবপুর থানাধীন দড়িপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাএ ভিকটিম নাঈম সরকার নিখোঁজের ৪দিন পর তার বস্তাবন্দীলাশ বাড়ীর পাশের কয়রা নামক নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার পরে খুন মামলা রুজুর ২০দিনের মধ্যে ঘটনার সহিত জড়িত আসামীকে আটক করে মূল ঘটনা উদঘাটন করায় এস আই আফজাল হোসেন ও শিবপুরে সবচেয়ে বড় মাদক চালান ২৪ হাজার ইয়াবা উদ্ধার করায় এ এস আই হুমায়ন কবির কে ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম)।
এসময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো:জাকির হাসান, ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি আবুল কালাম সিদ্দীকি ও আসাদুজ্জামানসহ ঢাকা রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।