Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮ঃ  মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় গতকাল মঙ্গলবার  আলোচনা সভা ,কেক কাটা কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে  আধূনিক বাংলা সাহিত্যের প্রধান কবি শামসুর রাহমানের ৯০তম জন্ম দিন উদযাপন করা হয়েছে। উপজেলায় কবির  নিজ গ্রামের পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কবি শামসুর রাহমান ফাউন্ডেশনের আয়োজনে এ জন্ম দিনের কেক কাটেন নরসিংদী-৫,রায়পুরা আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্ট্রার তৌফিকুর রাহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশিস্ট শিক্ষানুরাগী সামিয়া রাহমান,পাড়াতলী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, কবি আব্দুল মালিক,পলাশতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক চৌধূরী,ভৈরব জহিরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈইবুর রহমান,ব্যারিস্ট্রার তৌফিকুর রাহমান ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি সাজেদুল,সাধারন সম্পাদক আমির হোসেন প্রধান,বিশিস্ট শিক্ষানুরাগী সানাউল্লা ,মোঃ লিটন মিয়াসহ অনেকে। পরে দেশের খ্যাতি মান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।