খোলা বাজার ২৪,মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮ঃ সিলেট নগরের রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে যোগ দিতে সিলেট পৌঁছেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় তারা বিমানের একটি ফ্লাইটে সিলেট আসেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটের সমন্বয়ক আলী আহমদ জানান, সমাবেশে অংশ নিতে আজ সন্ধ্যায় সিলেটে পৌঁছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় বিমানের একটি ফ্লাইটে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা সিলেট এসে পৌঁছান। তারা রাতে নগরের হোটেল রোজভিউ এ রাত্রীযাপন করবেন।
তিনি আরও জানান, বুধবার দুপুর ২টায় নগরের রেজিস্টারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে বেলা সাড়ে ১১টায় হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন নেতৃবৃন্দ। এ ব্যাপারে ইতোমধ্যে প্রশাসনকে অবহিত করা হয়েছে। রেজিস্ট্রারি মাঠে সমাবেশের বিষয়ে অনুমতি দিয়েছে প্রশাসন।
তবে সিলেট জেলা বিএনপির সভাপতির বাসায় বৈঠককালে চার বিএনপি নেতাসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন- সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, দলের মহানগরের সহ-সভাপতি ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। এছাড়া আটক অন্যদের নাম পাওয়া যায়নি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম আটকের সত্যতা স্বীকার করে বলেন, তার বাসা থেকে ও শহরের বিভিন্ন স্থান থেকে অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সফলের লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে বৈঠকে মিলিত হওয়ার সময় তাদের আটক করা হয়।
তবে পুলিশের পক্ষ থেকে ১০ জন আটকের কথা জানিয়েছেন কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।