খোলা বাজার ২৪,বুধবার .২৪ অক্টোবর ২০১৮ঃ ঢাকার বনানীতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ”দি ডার্ক সায়েন্স অব লজিক্যাল ফ্যালাসিস্” শীর্ষক আলোচনা সভা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৪ অক্টোবর বিশ^বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল এর ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহ্ফুজুল ইসলাম এবং রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আসাদুজ্জামান সুবহানী। বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিস সরাফত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ”দি ডার্ক সায়েন্স অব লজিক্যাল ফ্যালাসিস্” বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বইটির লেখক জনাব কাজী খুররম।
কাজী খুররম রচিত বইটি এই বিশ^বিদ্যালয়ের ”ফিল্ম অ্যান্ড টেলিভিশন” বিভাগে রেফারেন্স বই হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে। ”দি ডার্ক সায়েন্স অব লজিক্যাল ফ্যালাসিস্” বইটি অ্যামাজন.কম-এ বেস্ট সেলার বই-এর মর্যাদা পেয়েছে। আলোচনা অনুষ্ঠান শেষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মধ্যে ইন্টার্নশিপ, ক্যাম্পাস ইন্টারভিউ, রিসার্চ, ট্রেনিং, কর্পোরেট অ্যাফিলিয়েশন, শিক্ষা পদ্ধতির উন্নয়ন প্রভৃতি বিষয়ে চুক্তি স¦াক্ষরিত হয়।