Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,বুধবার .২৪ অক্টোবর ২০১৮ঃ আব্দুল আউয়াল,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ প্রয়াত সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের জন্মস্থান বানারীপাড়ার জুম্বদ্বীপ এলাকার ৪৫ টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

এই এলাকাটি বিদ্যুতায়নের আওতায় অর্ন্তভুক্তির জন্য গোলাম সারওয়ার উর্ধতন কর্তৃপক্ষের তদবীর করেছেন। গতকাল বুধবার দুপুরে নব নির্মিত ওই  লাইনের সুইচ টিপে উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এসময় তালুকদার মো. ইউনুস বলেন শেখ হাসিনার উন্নয় ঘরে ঘরে বিদ্যুৎ। আপনাদের মত গোটা দেশেই চলছে এ কার্যক্রম। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে এমন উন্নয়ন হয়।

আর অন্যসব সরকার আমলে গরীবের চাল লুট করে খাওয়ার অভিযোগে মামলা ফেজ করতে হচ্ছে। গরীব বান্ধব জাতির জনকের কন্য শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার বিকল্প নেই। তিনি সকলকে নৌকায় ভোট দেওয়ার অহ্বান জানান।

ইউএনও শেখ আব্দুল্লাহ সদীদের  সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা দেন উপিজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,  , উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমেদ কিসলু,  ওসি মো. খলিলুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির  এজিএম মো. মঞ্জুর রহমান,  ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল প্রমুখ।