Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,বুধবার .২৪ অক্টোবর ২০১৮ঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর উপশহরস্থ হোটেল রোজভিউয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

তিনি জানান, নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে ফেরার পথে খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করে পুলিশ।

আরো ৫০ জন নেতাকর্মীকে আটকের কথা বললেও তাদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি আলী আহমদ।

জানা গেছে, সাদা পোশাকধারী পুলিশ খন্দকার মুক্তাদিরকে আটক করেছে।

এ বিষয়ে কথা বলতে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকারকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।

তবে কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া জানিয়েছেন, তিনি এ বিষয়ে ‘জানেন না।