খোলা বাজার ২৪,বৃহস্পতিবার, .২৫ অক্টোবর ২০১৮ঃ ২৫ অক্টোবর, ২০১৮ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অভিজ্ঞতা ও মেধার মেলবন্ধনে সবার জন্যে সব সময় পাশে থাকার ব্রত নিয়ে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংক কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশব্যাপী ব্যাংকের ১৭১টি শাখা, ২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১৩৪টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। এছাড়াও ব্যাংক অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিং সহ অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী।
একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহুর্তে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপস ‘এফএসআইবিএল ক্লাউড’ এর শুভ উদ্বোধন করা হয়। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি ব্যাংকের সম্মানিত গ্রাহক, বাংলাদেশ ব্যাংক, শেয়ার হোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি: সহ সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, সকল বিভাগীয় প্রধানগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।