Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮ঃ অবিরাম শত্রুতা বন্ধে’ গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীর্ষ রাজনীতিবিদ ও সংবাদমাধ্যমের ঠিকানায় ডাকযোগে সন্দেহজনক বিস্ফোরক দ্রব্য পাঠানোর ঘটনার পরের দিন বুধবার তিনি এ আহ্বান জানিয়েছেন।
গত সোমবার ধনকুবের ব্যবসায়ী জর্জ সরোসের বাড়ির মেইল বক্সে পাইপ বোমা পাওয়া যায়। এর  দুদিন পর বুধবার নিউ ইয়র্ক সিটিতে হিলারি ও বিল ক্লিনটনের বাড়ির ঠিকানায় এবং ওয়াশিংটন ডিসিতে ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো পার্সেল পরীক্ষা করে পাইপ বোমা পাওয়া যায়। অবশ্য কোনো বিস্ফোরকই বিস্ফোরিত হয়নি। গোয়েন্দা সংস্থা এফবিআই এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
বুধবার রাতে উইসকনসিনে এক সমাবেশে ট্রাম্প এসব বিস্ফোরক পাঠানোর সঙ্গে জড়িত অপরাধীদের শিগগিরই আটক করার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি ‘ধারাবাহিক নেতিবাচক এবং প্রায়ই মিথ্যা গল্প ও আক্রমণ বন্ধের’জন্য গণমাধ্যমের  প্রতি আহ্বান জানান।
জনজীবনে আরো শিষ্টাচারের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন,‘যারা রাজনৈতিক অঙ্গনে জড়িত তাদের অবশ্যই রাজনৈতিক প্রতিপক্ষকে নীতিহীন বিবেচনা করা বন্ধ করতে হবে। কারোই অসতর্কভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঐতিহাসিক খলনায়ক বানানো উচিত হবে না কারও, যা প্রায়ই হচ্ছে।
তবে যাদের ঠিকানায় সন্দেহজনক বিস্ফোরক পার্সেল পাঠানো হয়েছে তাদের নিয়ে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।
সমালোচকরা অবশ্য ট্রাম্পের এ মন্তব্যকে ‘ভন্ডামিপূর্ণ’ বলে আখ্যা দিয়েছেন। তাদের ভাষ্য, বিরোধী পক্ষ ও গণমাধ্যমের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট প্রায়ই ‘বিদ্বেষমূলক ভাষা’ ব্যবহার করেন।