খোলা বাজার ২৪,বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদী প্রতিনিধিঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও শিশু থেকে শুরু করে সবক্ষেত্রেই উন্নয়ন করেছেন। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
অজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমির নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।শিশুদের মানসিক বিকাশ ও সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে আধুনিক এ কমপ্লেক্স ভবনটির উদ্বোধন করা হয়।চুমকি বলেন, শিশুরা আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক), মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, শিশু অ্যাকাডেমির পরিচালক আনজির লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া ও এসপি সাইফুল্লাহ আল-মামুন প্রমুখ।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট এ আধুনিক ভবনটি নির্মাণ করা হয়।