Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪, শনিবার  ২৭ অক্টোবর ২০১৮ঃ গ্রেনেড মামলা এবং এতিমের টাকা আত্মসাৎকারীদের বাঁচাতে দুর্নীতিবাজরা ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।  

শনিবার নগরীর ইপিজেড চত্বরে বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র নাছির সমাবেশে ড. কামাল হোসেনকে উদ্দেশ করে বলেন, আপনি ঐক্যজোটের নামে আগুন নিয়ে খেলছেন। এর পরিণাম কোনোভাবেই শুভ হবে না। আমরা চট্টগ্রামের রাজপথে কাউকে কোনো বিশৃঙ্খলা করতে দেব না।

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে ও ধর্মবিষয়ক সম্পাদক হাজি জহুর আহমদ কোম্পানির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান ভুলু, নুরুল আলম, রোটারিয়ান মো. ইলিয়াছ, সাইফুদ্দীন খালেদ বাহার, কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী প্রমুখ।