খোলা বাজার ২৪, শনিবার ২৭ অক্টোবর ২০১৮ঃ মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করছেন টেকনাফের ২১ জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরা। রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তারা এই ব্যবসা করে আসছেন।
গত সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ইয়াবা ব্যবসায়ী ও গডফাদারদের তালিকায় উঠে এসেছে সাবেক ও বর্তমান মিলে ২১ জনপ্রতিনিধির নাম।
এদের মধ্যে রয়েছেন, উখিয়া-টেকনাফের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি, তার ভাই টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মৌলভী মুজিব, উখিয়া-টেকনাফের সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলীর দুই ছেলে রাশেদ মোহাম্মদ আলী ও মাহাবুব মোরশেদ, টেকনাফ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাফর আলম, তার ছেলে টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
তালিকায় রয়েছেন, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন, তার ভাই টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম, টেকনাফ পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক ও পৌর কাউন্সিলর নুরুল বশর নুরশাদ, টেকনাফ পৌরসভার নারী কাউন্সিলর কোহিনুর আকতারের স্বামী শাহা আলম।
এ ছাড়া তালিকার শীর্ষেই আছেন, টেকনাফ সদর ইউনিয়নের সদস্য সৈয়দ হোসেন প্রকাশ সৈয়দু মেম্বার (বাবা হাজিপাড়ার মৃত কালা মিয়া ওরফে নাগুরার), টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদা, টেকনাফ সদর ইউনিয়নের সদস্য এনামুল হক (বাবা হাজিপাড়ার মৃত মোজাহের মিয়া), টেকনাফ সদর ইউনিয়নের সদস্য হাতিয়ার ঘোনার মোহাম্মদ আবদুল্লাহ, টেকনাফের হ্নীলা ইউনিয়নের সদস্য জামাল হোসেন (বাবা উত্তর আলীখালীর মৃত হায়দার আলী), টেকনাফের হ্নীলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হাসান আবদুল্লাহ (বাবা জাদীমুরা এলাকার আবুল মঞ্জুর মেম্বার, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য পানখালী এলাকার হোছাইন আহমদ (বাবা সোনা আলী), হ্নীলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আবুল হোছাইন (বাবা উলুচামারী এলাকার মৃত সিকদার আলী), টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য জাহেদ হোসেন (বাবা পূর্ব মহেশখালী পাড়ার মৃত আব্দুল সাত্তার), টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য জাফর আহম্মদ (বাবা কচুবনিয়া এলাকার মৃত আব্দুল মোতালেব), টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮নং ইউপি সদস্য রেজাউল করিম প্রকাশ রেজু মেম্বার (বাবা শাহ্পরীর দ্বীপ উত্তর পাড়ার এবাদুল হক), টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুস, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শীলখালীর হুমায়ুন কাদের ও টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ফরিদুল্লাহ।
তালিকাভুক্ত এসব ইয়াবা জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স। এ সময় অবৈধ টাকায় গড়া তাদের সুরম্য প্রাসাদ ভেঙে দেয়া হচ্ছে।