খোলা বাজার ২৪, শনিবার ২৭ অক্টোবর ২০১৮ঃ মিজানুর রহমান,দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সরকারী খরচে আইন গত সহায়তা প্রদান বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৭-১০-২০১৮) ইং তারিখে সকাল ১১টায় দৌলতপুর উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জনাব ফিরোজ আল মামুন, চেয়ারম্যান উপজেলা পরিষদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জেলা ও দায়রা জজ,কুষ্টিয়া, জনাব অরুপ কুমার গোস্বামী ।
জনাব অনুপ কুমার গোস্বামী বর্তমান সরকরের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন সরকার দেশের সকল উন্নয়নের পাশাপাশি গরীব দুস্থদের বিনা পয়সায় আইনি সহায়তা প্রদান করছেন।“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলেছে দেশ লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” উক্ত সভায় উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম যুগ্ন জেলা দায়রা জজ ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কুষ্টিয়া,ওবাইদুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক,কুষ্টিয়া, আশরাফুল ইসলাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,কুষ্টিয়া, এ্যাড: নূরুল ইসলাম আ/ স: জেলা আইনজিবী সমিতি কুষ্টিয়া, এ কে এম জহিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার,কুষ্টিয়া, , কামরুল হাসান স্পেশাল জজ, কুষ্টিয়া, মুস্তাফিজুর রহমান সিনিয়র সহকারী জজ দৌলতপুর, এ্যাড: মাসুদ করিম মিঠু দেওয়ান, হাসানুল আসকর হাসু, রফিকুল ইসলাম লাল, শরীফ উদ্দিন রিমন স্পেশাল পি পি কুষ্টিয়া, নিজাম উদ্দিন সেক্রেটারী আইনজিবী সমিতি দৌলতপুর, শাহদারা খান ও সি দৌলতপুর, অনুপ কুমার নন্দী পি পি সহ শিক্ষক,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।