খোলা বাজার ২৪, শনিবার ২৭ অক্টোবর ২০১৮ঃ নাঙ্গলকোট,কুমিল্লা থেকে জামাল উদ্দিন স্বপন: ইয়াবা সম্রাট মিজানুর রহমান (৪৫ কে গতকাল বৃহস্পতিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বধুয়া সাজগর থেকে আটক করে নাঙ্গলকোট থানার এস আই আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ। মিজানুর রহমানের বিরুদ্ধে ঢালুয়া হাইস্কুলের ছাত্রীদের সাথে ইভটিজিং করার অপরাধসহ ইয়াবা কেনাবেচার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মিজানের কাজে সাহায্য করছে তার ভাই ইয়াকুব (৫৫)। মিজানুর রহমানের বাড়ি ঢালুয়া ইউনিয়নের চিওড়া দিঘির উত্তরপাড়ে। ইতিমধ্যে সে বিভিন্নজন থেকে প্রতারণা করে চেক ডিজওনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সে। তাকে শুক্রবার কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। ঢালুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার সফিকুর রহমান জানান, মিজানুর রহমান একজন প্রতারক ও খারাপ লোক।
সে একজন ইয়াবা ব্যবসায়ী।’ ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম ভূইয়া জানান, মিজানুর রহমান একজন প্রতারক এবং মাদক সেবনকারী ও বিক্রেতা এবং ঢালুয়া হাইস্কুলের সামনে বিভিন্ন সময় ইভটিজিং এর সাথে জড়িত। তারা ভাই বেশি হওয়ায় ও প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে আইনি কোন ব্যবস্থা নিতে পারে না কারণ ওরা এলাকাবাসীদের হুমকি দেয়।’
ঢালুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মনিরুজ্জামান মনির জানান, মিজানুর রহমান একজন একজন প্রতারক ও ধান্ধাবাজ লোক। মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরে টাকা চাইতে গেলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। গ্রামের বিভিন্ন সহজ সরল লোকদের হুমকি দিয়ে বিভিন্নভাবে টাকা আদায় করে থাকে সবসময়। গ্রামের অসহায় সরল লোকগুলো তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। সে একজন খারাপ ও মাদক সেবনকারী লোক।
এ বিষয়ে জানতে জানতে চাইতে এস আই রহিম জানান, সে চেক ডিজওনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য। তাই তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’