Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,  রবিবার  ২৮ অক্টোবর ২০১৮ঃ(মো. রাসেল মিয়া,নরসিংদী প্রতিনিধি) নরসিংদীর পলাশ উপজেলার সেকান্দরদী আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের ড. কাজী সুরাইয়া বেগম বিজ্ঞান ভবন উদ্বোধন করা হয়েছে। ফ্রান্স প্রবাসী প্রয়াত ড. কাজী সুরাইয়া বেগম এর রেখে যাওয়া অর্থায়নে নির্মিত এ ভবন আজ রবিবার শুভ উদ্বোধন করেন তার ছোট ভাই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি কাজী সালামাত উল্লাহ। পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জাবেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুস সাত্তার ভূইয়া, গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান ভূইয়া, নরসিংদী জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, সমাজ সেবক কারীউল্লাহ সরকারী, কাজী হেদায়েত উল্লাহ, ফরিদা ইয়াসমিন প্রমূখ। প্রয়াত ড. কাজী সুরাইয়া বেগম ২০০৪ সালে ফ্রান্সের বিখ্যাত সরবন বিশ্ববিদ্যালয় থেকে সোস্যোলজিতে উচ্চতর ডিগ্রী লাভ করেন এবং ফরাসী নাগরিত্ব অর্জন করেন। ২০০৭ সালে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রী লাভ করেন। এসময় তিনি নীজ জন্মস্থানে জনকল্যাণ মূলক কাজে নিযুক্ত হন। ২০০৯ সালে দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য পুনরায় ফ্রান্সে চলে যান। সেখানে ২০ দিন চিকিৎসারত অবস্থায় না ফেরার দেশে চলে যান। বর্তমানে ড. কাজী সুরাইয়া বেগমের উত্তরাধীকার সূত্রে পাওয়া সম্পত্তি বিভিন্ন জনহতিকর কাজে ব্যয় হচ্ছে। এরই ধারাবাহিকতায় নরসিংদীর পলাশ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী সেকান্দরদী আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক শিক্ষার লক্ষ্যে ড. কাজী সুরাইয়া বেগম বিজ্ঞান দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে।