Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,  রবিবার  ২৮ অক্টোবর ২০১৮ঃ আজ ঢাকার পূর্বাচলে ’টিচিং এন্ড ট্রেইনিং পেট হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। পোষা প্রাণি চিকিৎসা সেবা প্রদানে এটি দেশে প্রথম হাসপাতাল। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর উদ্যোগে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষামন্ত্রী  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পেট এনিম্যাল তথা পোষা প্রাণির চিকিৎসা সেবা প্রদান, ভেটেরেনারি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ গ্র্যাজুয়েট তেরির লক্ষ্যে এ হাসপাতাল ও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।  বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানিতেও এটি নতুন সুযোগ সৃষ্টি করবে। এখানে ইন্টার্ন ও ভেটেরিনারি চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। 
শিক্ষামন্ত্রী বলেন, এ হাসপাতালে খরগোশ, কুকুর-বিড়াল এবং বিভিন্ন ধরনের পোষা পাখির চিকিৎসা দেয়া হবে এবং পেট-বাহিত বিভিন্ন রোগ নিয়েও গবেষণার সুযোগ থাকবে। তিনি বলেন, বাংলাদেশে বিরাট সংখ্যায় পোষা প্রাণি  রয়েছে। এগুলোর চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু তাদের চিকিৎসা দেয়ার জন্য কোন হাসপাতাল ছিল না। এখানে এর চাহিদা রয়েছে। এ হাসপাতালে পোষা প্রাণির চিকিৎসা সেবা প্রদানের সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, দেশের প্রাণিসম্পদের উন্নয়ন, চিকিৎসা এবং এ বিষয়ক গবেষণা এ বিশ্ববিদ্যালয়ের কাজ। পেট হসপিটাল ও রিসার্চ সেন্টার এ বিশ্ববিদ্যালয়ের একটি ব্যতিক্রমী উদ্যোগ। ভেটেরিনারি শিক্ষার্থীরা এখানে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ খাতে দক্ষ জনবল তৈরি করতে হবে। এ দক্ষ জনবল বিদেশে গিয়ে কাজ করার ভাল সুযোগ রয়েছে।  বিশ্ববিদ্যালয়ে গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে গুনগত পরিবর্তন আনা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, এজন্য সৃজনশীল ও উদ্যোগী দৃষ্টিভঙ্গি থাকতে হবে। 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বক্তব্য রাখেন। 
বাংলাদেশ এডুকেশন রির্পোটার্স ফোরাম-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ
এর আগে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে নবগঠিত বাংলাদেশ এডুকেশন রির্পোটার্স ফোরাম (বিইআরএফ)-এর নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খান, ফোরামের সভাপতি মোস্তফা মল্লিক, সাধারণ সম্পাদক এস এম আব্বাস, সহ-সভাপতি মো. মোরশেদুর রহমান এবং যুগ্ম সাধারন সম্পাদক শারমিন নীরাসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষা খাতের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।