Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,  রবিবার  ২৮ অক্টোবর ২০১৮ঃ  প্লেয়াস ড্রাফট শেষ হবার আগেই গুঞ্জন, ‘আচ্ছা, গতবার এত ভালো সার্ভিস দিলেন, শিরোপা জিততেও কার্যকর ভূমিকা রাখলেন। তারপরও এবার রংপুর রাইডার্সে নেই দুই লঙ্কান লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরা। কেন চ্যাম্পিয়নরা ঐ দুই লঙ্কানের প্রতি আগ্রহ হারিয়ে ফেললো। 

নিয়ম অনুযায়ী চারজনকে রিটেইন করা বা রেখে দেয়া যায়। সেখানে অনেক নামি দামি তারকার ছড়াছড়ি। এর পর প্লেয়ার্স ড্রাফটের আগে আরও দুজন ভিনদেশি ক্রিকেটার নেবার সুযোগ ছিল। সেখানেও থিসারা পেরেরা আর লাসিথ মালিঙ্গাকে রাখেনি রংপুর।

কেন রাখেনি? সে ব্যাখ্যা দিলেন রংপুর কোচ টম মুডি। অনেক কথার ভীড়ে টম মুডি স্বীকার করেছেন, ‘মালিঙ্গা আর থিসারা ভালো প্লেয়ার। তারা থাকলে ভালো হতো। তবে আজকের প্লেয়ার্স ড্রাফটে আমরা শুরুতে মনোযোগী ছিলাম স্থানীয় ক্রিকেটার সংগ্রহে। তাদের দুজনার কথাও ভাবা হচ্ছিল। কিন্তু ড্রাফটে আমাদের ডাকার পালা আসার আগেই অন্য দল লাসিথ ও থিসারাকে নিয়ে ফেলায় আমরা আর নিতে পারিনি।

আজ প্লেয়ার্স ড্রাফট শেষে রংপুরের অস্ট্রেলিয়ান কোচ টম মুডি বলেন, ‘আমাদের দলের অনেক কিছু নির্ভর করেছে আমাদের স্থানীয় খেলোয়াড়দের তালিকার ওপর। আমরা প্রথমে কোন কোন স্থানীয় খেলোয়াড় নিতে পেরেছি, সেটার ওপর নির্ভর করেছে অনেক কিছু। হ্যাঁ, মালিঙ্গা-পেরেরা খুবই ভালো ক্রিকেটার, আমরা তাদের দলে ভেড়াতে পারলে ভালো হতো। কিন্তু আমাদের দলের ভারসাম্যর দিকে তাকাতে হবে। ওরা দুইজনের একজন ফাস্ট বোলার ও আরেকজন অলরাউন্ডার। আমরা অনুভব করেছি, বিদেশি খেলোয়াড়দের তালিকায় আমাদের দলের ভারসাম্য বিবেচনায় অন্য পছন্দ থাকতে পারে। আর অন্য কারণ ছিল, এই দুইজন খেলোয়াড়কে আমাদের সুযোগ আসার আগেই অন্য দল নিয়ে নিয়েছে।

আগেরবারের চ্যাম্পিয়ন রংপুরের এবারের লক্ষ্য কি? এমন প্রশ্নের জবাবে টম মুডি বেশ আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে বলেন, ‘আশা করছি আমরা এবারের বিপিএল ফাইনাল খেলতে পারবো।

দল গঠন শেষে লক্ষ্য ও পরিকল্পনার কথা জানাতে গিয়ে মুডি বলেন, ‘পরের বছর সম্পূর্ণ নতুন টুর্নামেন্ট হবে। গতবার আমরা সফল ছিলাম, সেটা দারুণ অভিজ্ঞতা ছিল। আজকের দিনটা ছিল আরেকটি টুর্নামেন্টের জন্য পরিকল্পনা করা ও প্রস্তুতি নেয়ার দিন। আমরা বিশ্বাস করি, আমরা আজকের ড্রাফটে সফল হয়েছি। আশা রাখি, আমরা এমন একটা দল তৈরি করতে পেরেছি যেটা আসন্ন বিপিএলে ফাইনাল খেলতে পারবে।