Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,  রবিবার  ২৮ অক্টোবর ২০১৮ঃ ২০১৭ সালে হজ ব্যবস্থাপনায় অনিয়মের দায়ে অভিযুক্ত ৪৩টি এজেন্সির ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে মতামত বা নির্দেশনা পাঠিয়েছে সৌদি আরব। ভবিষ্যতে অনিয়ম না করার শর্তে হজ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এবারের মতো বিষয়টি সংরেক্ষণের সিদ্ধান্ত জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

৪৩ এজেন্সির মধ্যে প্রত্যেকটির ব্যাপারে আলাদা আলাদা মতামত বা নির্দেশনা দিয়েছে সৌদি। এর মধ্যে একটি হলো- ভবিষ্যতের জন্য সতর্ককরণ ও হজ ব্যবস্থাপনার নির্দেশনা মেনে চলার শাস্তি।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসব এজেন্সিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশক্রমে সতর্ক করা হলো।

৪৩ এজেন্সি সম্পের্কে সৌদি আরবের নির্দেশনাটি দেখতে এখানে ক্লিক করুন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে মোট ৪৬ টি হজ এজেন্সির বিরুদ্ধে হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ অানে সৌদি কর্তৃপক্ষ। হজযাত্রীদের সঙ্গে প্রতারণা, অবৈধভাবে বাসায় রান্না করে খাওয়ানো, মুয়াসসাসা অফিসের অর্থ পরিশোধ না করাসহ নানা অভিযোগ উঠে তখন।