খোলা বাজার ২৪, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮ঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয়ের অাশপাশে জলকামান ও প্রিজনভ্যানও রাখা হয়েছে।
এছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, বিভিন্ন মোড়ে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে। সন্দেহ হলেই করার হচ্ছে তল্লাশি। এছাড়াও বিভিন্ন জায়গায় সাদা পোশাকেও রয়েছে পুলিশ।
সকাল ৮টার দিকে দেখা যায়, ফকিরাপুল, মতিঝিল, দৈনিক বাংলা মোড়, পল্টন, বিজয়নগরে অন্যান্যান দিনের চেয়ে অনেক বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে নয়াপল্টন ঘিরে আশপাশের সব গলিতে পুলিশের অতিরিক্ত উপস্থিতি।