খোলা বাজার ২৪, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮ঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৪ জনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এই রায়কে এতরফা রায় বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
সোমবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামান এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে খালেদা জিয়ার কোনো আইনজীবী উপস্থিত ছিলেন। অন্য তিন জন আসামির মধ্যে একজনের আইনজীবী প্রবেশ করে রায় ঘোষণার আগেই বেরিয়ে যান।
রায় ঘোষণার সময় খালেদা জিয়ার অাইনজীবীরা সুপ্রিম কোর্টে অবস্থান করছিলেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারপারসনের আইনজীবী মো. সানাউল্লাহ্ মিয়া বলেন, ‘এগুলো সব এক তরফা রায়। এই এক তরফা রায়ের বিষয়ে কী করবে না করবে সে বিষয়ে সিনিয়র আইনজীবীরা সিদ্ধান্ত নেবেন।’
তিনি আরও বলেন, ‘এটা প্রাইভেট ট্রাস্ট। এখানে সরকারের কোনও টাকা নেই, এটা মামলাই হয় না। আজকে জোর করে সাজা দেয়া হয়েছে। সরকারের হস্তক্ষেপের কারণে এই সাজা। এর বাইরে এ মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না।’
কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের বিষয়ে সানাউল্লাহ্ মিয়া বলেন, ‘সেটা এ মুহূর্তে বলতে পারবো না। রায় হাতে পাইনি এখনও। রায় পাওয়ার পর এ বিষয়ে সিনিয়র আইনজীবীরা সিদ্ধান্ত নেবেন।’