Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,মঙ্গলবার ৩০ অক্টোবর ২০১৮ঃ (মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধি) নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ও মেলা ২০১৮ উদযাপন উপলক্ষে উন্নয়ন র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন র‌্যালী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে উন্নয়ন র‌্যালী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা নাচ-গান-আবৃত্তি-অভিনয়- শোভাযাত্রা ইত্যাদি। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবতাবোধ, ন্যায়পরায়ণতা, সহমর্মিতাবোধের বিকাশসহ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত করে তোলা। এবং সরকারের ১০টি উদ্যোগ একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, সবার জন্য বিদ্যুৎ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধি।
বর্তমান সরকারের সময়ে যে সকল সেক্টরে উন্নয়ন হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন এমন কোনো খাত নেই যে খাতে অগ্রগতি সাধিত হয়নি। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গত কয়েক বছরে দেশে অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পুষ্টি, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ হুমায়ন কবির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুফল চন্দ্র গোলদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম মোল্লা, সাধারন সম্পাদক শেখ কামাল হোসেনসহ সকল কর্মকর্তা প্রমুখ।