Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,মঙ্গলবার ৩০ অক্টোবর ২০১৮ঃ  (দৌলতপুর প্রতিনিধি) কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পর্যায়ে জনসাধারনকে সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করনের লক্ষে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক, এসিল্যান্ড জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর পর শহীদ মিনার চত্বরে লোকজ মেলায় বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক কাজের প্রদর্শনী সহ বাংলাদেশ বেতার ও টিভি শিল্পিদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।