খোলা বাজার ২৪,বুধবার ৩১ অক্টোবর ২০১৮ঃ আফগানিস্তানে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।
এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে ২৫ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহন করছিল ওই সামরিক হেলিকপ্টারটি।
পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি বলেন, দু'টি সামরিক হেলিকপ্টার হেরাত প্রদেশে তাদের গন্তব্যে যাওয়ার সময় একটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
মেহরি জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ডেপুটি কমান্ডার এবং ফারাহ প্রদেশের কাউন্সিল প্রধান নিহত হয়েছেন।
প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাদুল্লাহ কানেহ বলেন, একটি হেলিকপ্টার প্রতিবেশী হেরাত প্রদেশে রুটিন মাফিক দায়িত্ব পালনের সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। কিন্তু তালেবানের মুখপাত্র জানিয়েছেন, তাদের যোদ্ধারা গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।
হেলিকপ্টারে থাকা ২৫ জন ক্রু ও যাত্রী নিহত হয়েছে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।