খোলা বাজার ২৪,বুধবার ৩১ অক্টোবর ২০১৮,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মিথ্যা মামলায় সাজার প্রতিবাদে পিরোজপুর জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত মানববন্ধন পালন করতে দেয় নি পুলিশ।
আজ ৩১ শে অক্টোবর সকাল ১০ টায় পিরোজপুর জেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির কার্যলয় সংলগ্ন মানববন্ধব পালন করতে জড়ো হলে পুলিশ বাধা দেয়। বাকবিতন্ডের এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে খালেদা জিয়ার মিথ্যা মামলায় সাজার প্রতিবাদে গতকাল ২৯শে অক্টোবর বিকালে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টাকালে পুলিশ মিছিলের উপর হামলা চালায়। এসময় পিরোজপুর জেলা, সদর থানা, পৌর ও কলেজ ছাত্রদলের মোঃ আলাউদ্দিন, মোহাম্মদ বাবু, মোঃ হাফিজ শেখ, মোঃ মেহেদি হাসান, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ ইমন এবং মঠবাড়িয়া উপজেলা পৌর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মামুন মৃধাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।শেষ খবর পাওয়া পর্যšত গ্রেফতারকৃতদের মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
ছাত্রনেতাদের গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন। তিনি বলেন, গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নামে কোন প্রকার গ্রেফতারী পরওয়ানা বা গ্রেফতার করার মত কোন ঘটনা বা মামলা না থাকা সত্ত্বেও প্রশাসনের এই ধরনের আক্রমনাত্মক আচরণ অত্যন্ত নিন্দনীয় ও বিতর্কিত। এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে দূর্বল ও বিলম্বিত করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের বাকশালীয় কায়দায় গণগ্রফেতার করছে। তারা মনে করছে এভাবে সবাইকে কারাগারে ঢুকিয়ে, বিএনপি চেয়ারর্পাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে আবারো একটি নীল-নকশার নির্বাচন করে অবৈধভাবে বাংলাদেশে আবার ক্ষমতা দখল করবে। কিন্তু বিএনপির একটি নেতাকর্মী বেচে থাকতেও তাদের এই দুঃস্বপ্ন কিছুতেই সফলকাম হতে দেওয়া হবে না। আমি গ্রেফতারকৃত নেতা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানাই।