Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,বুধবার ৩১ অক্টোবর ২০১৮ঃ  মোঃরাসেল মিয়াঃনরসিংদী প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম বিরদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় রায় প্রদান এবং নি:শর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছপ নরসিংদী জেলা বিএনপি। আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মােড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খােকনের নেতৃত্বে দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। ঘন্টাব্যাপি মানবন্ধন বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খােকন, সাধারণ সম্পাদক তােফাজ্জল হােসেন মাষ্টার, সহ-সভাপতি মনজুর এলাহী, এড.আ: বাসদ, প্রচার সম্পাদক শাজাহান মল্লিক, শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি তােফাজ্জল হােসেন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ, যুবদলের মাসুদ রানা, মৎস্যজীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক মােশারফ হােসেন সজলসহ বিএনপির নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপির ডা: নাসির উদ্দিন সরকার, আলমগীর হােসেন, যুবদলের স্বপন সরকার, খােরশেদ আলম প্রিন্স, নরসিংদীর সদর থানার যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ছাত্রদলের সজীব ভূইয়া, সুমন মােল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।