Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০১ নভেম্বর ২০১৮ঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে রৌদ্রে গণঅনশন করছে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ঢাকা মহানগর নাট্য মঞ্চে বিএনপির উদ্যোগে এ গণঅনশন কর্মসূচি শুরু হয়। অনশনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব কর‌ছেন।

নাট্য মঞ্চের কাজী বশির মিলনায়তনের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে এ গণঅনশন কর্মসূচি পালন করা হচ্ছে।

সকাল ১০টায় অনশন শুরু হওয়ার কথা থাকলেও ৯টার আগে থেকে কর্মসূচির স্থানে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন হবে।

এদিকে গণঅনশন কর্মসূচিকে কেন্দ্র করে মহানগর নাট্য মঞ্চের আশে-পাশে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

অনশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন