Sun. Aug 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০১ নভেম্বর ২০১৮ঃ নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের মতো উপযোগী পরিবেশ এখনও মিয়ানমারের রাখাইনে তৈরি হয়নি। এ অবস্থায় তাদেরকে দ্রুততার সঙ্গে অথবা অপরিপক্ব উপায়ে ফেরত পাঠানো উচিত হবে না।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার  (ইউএনএইচসিআর) থেকে এ কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, মধ্য নভেম্বরে কয়েক হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠানো শুরুর বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার একমত হয়েছে। এরপর ইউএনএইচসিআর ওই মন্তব্য করেছে।

রয়টার্সকে ইউএনএইচসিআর-এর মুখপাত্র আন্দ্রেজ মাহিসিক বলেছেন, প্রত্যাবর্তন দ্রুততার সঙ্গে বা অপরিপক্ব উপায়ে হওয়া উচিত নয়। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

অন্যরকম