Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০১ নভেম্বর ২০১৮ঃ এল ক্লাসিকোতে রিয়ালকে উড়িয়ে দেওয়ার পর কোপা দেল রেতে পুঁচকে একটা দলের সঙ্গে ঘাম ঝরিয়ে জয় পেল বার্সেলোনা। যদিও লিওনেসার বিপক্ষে বার্সেলোনা ‘বি’ দল থেকে সাতজন খেলোয়াড়কে মাঠে নামান ভালভার্দে। চোটের কারণে আগে থেকেই নেই মেসি।

রিয়ালের বিপক্ষে ম্যাচের পর এই ম্যাচে ছিলেন না উমতিতি, সুয়ারেজ, কুতিনহো ও পিকের মতো খেলোয়াড়েরা। তারকা খেলোয়াড়দের ছাড়া শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে কাতালানরা।

বার্সেলোনাকে আটকানোর অস্ত্র হিসেবে ফাউলের দ্বারস্থ হয় স্বাগতিকেরা। তাতে কিছুটা কাজও হয়েছে বটে! ২৩টা ফাউল করে ৬টা হলুদ আর ১ লাল কার্ড দেখে লিওনেসার খেলোয়াড়েরা। হার এড়াতে না পারলেও এই টোটকা ব্যবহার করে শেষ মুহূর্ত পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের আটকে রাখতে পারলেও শেষ রক্ষা করতে পারেনি লিওনেসা।

শুরুতেই গোলের সুযোগ পায় বার্সেলোনা। ম্যালকম-সেমেদো-মুনিরের সমন্বয়হীনতার কারণে সুযোগ হাতছাড়া হয়। উল্টো ১১ মিনিটে গোল হজম করে বসত বার্সেলোনাই। এ যাত্রায় গোলরক্ষক সিলেসেন রক্ষা করেন বার্সেলোনাকে। মিনিট দুয়েক পর আবারও সুযোগ পায় বার্সা। এবার ম্যালকম হতাশ করেন বার্সা–সমর্থকদের। প্রথমার্ধে গোলশূন্য স্কোরলাইন নিয়ে মাঠ ছাড়ে দুই দল। দ্বিতীয়ার্ধেও একই দশা। বল দখলে এগিয়ে থাকা বার্সেলোনাকে একের পর এক সুযোগ হাতছাড়া করতে দেখে সমর্থকেরা হতাশই হচ্ছিলেন। নির্ধারিত সময়ের খেলাও ততক্ষণে শেষ। যোগ হওয়া সময়ের প্রথম মিনিটে ডেম্বেলের ক্রস থেকে নিখুঁত প্লেসমেন্টে গোল করে দলকে জয় উপহার দেন লেংলেট। ৬৩ মিনিটে কুয়েনসাকে তুলে তাঁকে কেন নামানোর প্রতিদান দেন ভালভার্দেকে। এরপর গোল পরিশোধ করতে গিয়ে ব্যর্থ হয় লিওনেসা। উল্টো ফাউল করে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকেরা।