Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০১ নভেম্বর ২০১৮ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময়টা খুবই চ্যালেঞ্জিং। আমাদেরকে কঠিন সময় মোকাবেলা করতে হচ্ছে। আজ বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। 
ওবায়দুল কাদের বলেন, আমাদের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দরজা সকলের জন্য খোলা। তিনি আগ্রহীদের সঙ্গে কথা বলতে চান। জাতীয় ঐক্যফ্রন্টের আরও ৫ জন নেতা সংলাপে অংশ নেবেন বলে জানিয়েছেন, শেখ হাসিনা তাদেরও স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, সংখ্যা কোন সমস্যা নয়। যারাই বসতে চায় তাদের সঙ্গেই কথা বলবেন শেখ হাসিনা। 
ওবায়দুল কাদের আরও বলেন, যুক্তফ্রন্ট, জাতীয় পার্টি, তরিকত ফেডারেশন, কেন্দ্রীয় ১৪ দল, বাম গণতান্ত্রিক জোটসহ যারাই আলোচনায় বসতে চায় তাদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।