খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০১ নভেম্বর ২০১৮ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন জোটের নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সংলাপ শেষে সংবাদ সম্মেলন করবেন জতীয় ঐক্যফ্রন্ট প্রতিনিধি দলের প্রধান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার রাতে সংলাপ শেষে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এই সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পরপরই গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন জোটের নেতাদের সঙ্গে সংলাপে বসে।
সংলাপে অংশ নিতে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে গণভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রতিনিধি দলের সদস্যরা। সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা গণভবনে পৌঁছান।
গণভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিকেল সাড়ে ৪টার দিকে ড. কামাল হোসেনের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।