Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements



খোলা বাজার ২৪,শুক্রবার,০২ নভেম্বর ২০১৮ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আলোচনা আরো চলবে। ছোট পরিসরে আবারও বসা হতে পারে। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে শীর্ষ নেতারা যখনই বসতে চাইবেন তখনই শেখ হাসিনার পক্ষ থেকে তাদের আমন্ত্রণ জানানো হবে। 

আজ রাতে গণভবনে বহু কাঙ্ক্ষিত সংলাপের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা জানান। 

ওবায়দুল কাদের আরও বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। তারা রাজনীতির সমতল মাঠ চেয়েছেন। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, সভা-সমাবেশ করতে চাইলে করতে পারবেন, তবে রাস্তায় নয়। 

তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক আনার কথা তারা (ঐক্যফ্রন্ট) বলেছেন, এতে আমাদের কোন আপত্তি নেই। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে যথেষ্ট সাপোর্ট থাকবে। তিনি বলেন, ঐক্যফ্রন্ট ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছেন, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এবার সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হতে পারে। 

এর আগে আজ সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শুরু হওয়া বহু কাঙ্ক্ষিত সংলাপ প্রায় পৌনে চার ঘণ্টা পর রাত পৌনে ১১টায় শেষ হয়েছে। 

আজ সংলাপে অংশ নেয়া শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ জন প্রতিনিধি হচ্ছেন- শেখ হাসিনা এমপি (দলনেতা), ওবায়দুল কাদের এমপি, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, কাজী জাফর উল্লাহ, দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, মাঈনুদ্দিন খান বাদল এমপি, অ্যাডভোকেট আনিসুল হক এমপি, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, শ্রী রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি, মাহবুবউল-আলম হানিফ এমপি, ডা. দীপু মনি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, আব্দুর রহমান এমপি, ড. আবদুস সোবহান গোলাপ, ড. হাছান মাহমুদ এমপি ও অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম। 

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে অংশ নিয়েছেন ২১ জন জাতীয় নেতা। এরা হচ্ছেন- ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন ও তানিয়া রব, মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী, মোকাব্বির খান, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক ও আ ও ম শফিক উল্লাহ। আজকের এ সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় অংশ নেয়ার কথা থাকলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি গণভবনে যেতে পারেননি।