খোলা বাজার ২৪,শুক্রবার,০২ নভেম্বর ২০১৮ঃ জাতীয় ঐক্যফ্রন্ট্র ও ১৪ দলের সংলাপে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আলোচনায় তেমন কেন অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে দাবি পূরণ না হলে আন্দোলন-কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় সংবাদ সম্মেলন করে সংলাপের বিষয়ে জানাতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।
খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী সুস্পষ্ট কোন সমাধান দেননি উল্লেখ করে বিএনপি মহাসচিব এ সংলাপ বা আলোচনায় সন্তুষ্ট নন বলেও জানান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা প্রচলিত আইন অনুযায়ী স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পন্ন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
এ ব্যাপারে বিএনপি তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে জানান তিনি।
এর আগে গণভবনে সন্ধ্যা ৭টায় শুরু হয়ে সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের সাথে জাতীয় এক্যফ্রন্টের নেতাদের সংলাপের আনুষ্ঠানিকতা শেষ হয়।