খোলা বাজার ২৪,শনিবার,০৩ নভেম্বর ২০১৮ঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাঅধিদফতরের (মাউশি) মহাপরিচালক অ্যাপক মো. মাহাবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছে শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ)।
সংগঠনের সভাপতি মোস্তফা মল্লিক ও সাধারণ সম্পাদক এস এম আববাস এক প্রেস বার্তায় বলেন, ‘অধ্যাপক মাহাবুবুর রহমান একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে শিক্ষা বিষয়ক রিপোর্টার্স ফেরাম মহাপরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানাচ্ছি।’
উল্লেখ্য, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনাব মাহাবুবুর রহমান শনিবার (৩ নভেম্বর) দুপুরে মৃত্যুবরণ করেন।