Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,শনিবার,০৩ নভেম্বর ২০১৮ঃ (মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধি) নরসিংদী সরকারি কলেজে ২০১৯ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
শনিবার সকালে কলেজের কৃষ্ণচূড়া চত্ত্বরের পাদদেশে এই অনুষ্ঠানের আয়োজন করে নরসিংদী সরকারি কলেজ প্রশাসন। 
কলেজের উপাধক্ষ্য এবং সকল শিক্ষকদের উপস্থিতিতে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাসান মিন্টু, সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শিব্বির আহমেদ শিবলী, সাধারণ সম্পাদক রাব্বির হোসেন অতুলসহ কলেজ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। 
এসময় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা করা হয় এবং বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।